learn SQL in Bangla part 01 Data, Database, Relational Database, RDBMS |...

আপনি ওয়েব ডেভেলপমেন্ট আগ্রহী হলে এসকিউএল আপনার জন্য একটি গুরুত্বপুর্ন জিনিস হতে পারে। এসকিউএল্ট ডেটা সন্নিবেশ, মুছে ফেলা, সংশোধন বা একটি ডাটাবেসের মধ্যে আপডেটের জন্য ব্যবহৃত হয়। এসকিউএল বুঝার আগে আপনাকে অবশ্যই ডেটা, ডাটাবেস, রিলেশনাল ডেটাবেস (একটি বিশেষ ধরনের ডাটাবেস) এবং রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটি অবশ্যই জানাতে হবে। আপনি যদি এসকিউএল জানতে চান তবে এটি মূল শর্তাবলী। এই ভিডিওটি বিশেষভাবে এই কনসেপ্টগুলো সম্পর্কে পরিপুর্ন ধারনা তৈরি করার জন্য তৈরি করা হয়েছে।



এসকিউএল সম্পর্কে জানার পুর্বে আমাদের জানতে হবে ডাটা কি? ডাটা হলো এমন সব উপাত্ত যা আমরা কোন ডাটাবেজে ধারন করব আমাদের তথা ইউজারের কাছে থেকে কোন ওয়েবসাইট যে সকল তথ্য গ্রহন করে জমা রাখে সেই প্রত্যেক তথ্যই হলো ডাটা এটা হতে পারে আপনার ডেট অফ বার্থ, ইমেইল, নাম, ঠিকানা, ফোন নাম্বার
দ্বিতীয় আমাদের যেটি জানতে হবে তা হলো ডেটাবেজ কি?
ডেটাবেজ হলো এমন একটি স্থান যেখানে অনেকগুলো ডাটাকে একসাথে জমা রাখা হয় এই ডেটাবেজের সাথে ওয়েবসাইটের সরাসরি সম্পর্ক থাকে আর এর ফলেই ওয়েবসাইট এসকিউএল এর মাধ্যমে বিভিন্ন কুয়েরী রান করে প্রয়োজনীয় ডাটা ইউজারের সামনে উপস্থাপন করে

এবার আমাদের জানতে হবে রিলেশনাল ডেটাবেজ কি?
রিলেশনাল ডেটাবেজ হলো এক ধরনের বিশেষ ডেটাবেজ এটিতে কোন টেবলের মধ্যে ডাটা স্টোর করা হয় এটি দেখতে মাইক্রসফট এক্সেল বা গুগোল স্প্রেডশীট এর মত এটির নাম রিলেশনাল ডেটাবেজ হওয়ার কারন হলো এটিতে একাধিক টেবিল ব্যাবহার করা যায় যেখানে টেবিল গুলোর মধ্যে সম্পর্ক থাকে অর্থাৎ একটি টেবিলের কোন নির্দিষ্ট মানের উপর অন্য কোন টেবিলের মান নির্ভর করে

এবার আসা যাক রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি?

রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মুলত একধরনের সিস্টেম যেখানে আমারা এসকিউএল ব্যাবহার করতে পারি এসকিউএল ব্যাবহার করা যায় বলে এই ধরনের সিস্টেম দ্বারা ডাটাবেজে ডাটা ইনপুট , ডাটা পরিবর্তন, অপ্রয়োজনীয় ডাটা ডিলেট করার মত সুবিধা গুলো আমরা সহজেই নিতে পারি আর কোন ডাটাবেজে অবাঞ্চিত কেউ যেন প্রবেশ না করতে পারে তার সুরক্ষার দায়িত্ব মুলত রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর তাই এটি আমাদের ডাটাবেজের ব্যাবহারের সর্বচ্চো সুবিধা গুলো দিয়ে থাকে

আমি খুঁজে পেয়েছি যে এসকিউএল এর বাংলায় কোনও তথ্যপূর্ণ টিউটোরিয়াল নেই। তাই আমি এসকিউএল এর অবশ্যই এই সিরিজটি তৈরি করছি যাতে এক সহজেই এসকিউএল বুঝতে পারেন।

Stay tuned for the next videos...
Don't forget to like & Share.





Comments